চুনারুঘাটে প্রশাসনের হাতে ড্রেজার মেশিন ধ্বংস 

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন বিনষ্ট এবং বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযানকালে খোয়াই নদী পাকুরিয়া অংশে একটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। এছাড়াও আমতলী এলাকায় রেল লাইনের পাশে স্তুপ করে রাখা আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সোমবার নিলামের মাধ্যমে এই বালু বিক্রি করা হবেও জানিয়েছেন তিনি।